ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিদ্যুৎ ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎ ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে বিদ্যুৎ ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।

সোমবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় তিনি গ্রাহকসেবার মান বাড়াতে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রিপেইড মিটার রিচার্জের উদ্বোধন করেন।

ব্লকচেইন প্রযুক্তির সুবিধা হচ্ছে, এতে বিল পরিশোধ সংক্রান্ত লেনদেনকে নিরাপদ করার পাশাপাশি ডিজিটাল প্রতারণার প্রতিরোধ ব্যবস্থা আছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। এ সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, ডিপিডিসির নির্বাহী পরিচালকসহ অন‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়