ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদেশি বিনিয়োগে বাণিজ‌্য নীতিমালা সংশোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশি বিনিয়োগে বাণিজ‌্য নীতিমালা সংশোধন

দেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ব‌্যবসা করার বাধ‌্যবাধকতা তুলে নিয়ে বিদেশি প্রতিষ্ঠানকে এককভাবে ব‌্যবসা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার।

এ লক্ষ‌্যে ‘জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা-২০২০’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

সচিব বলেন, আইনটি হলে বিদেশি প্রতিষ্ঠান আমাদের বিধি-বিধান পালন করে এককভাবে ব্যবসা করতে পারবে। আগে দেশি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথবিনিয়োগ ছাড়া ডিজিটাল কমার্সের সুযোগ ছিল না বিদেশি প্রতিষ্ঠানের। ‘

 

ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়