ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিরোধীদের ক্ষেত্রে দুদক বেশি সক্রিয় : টিআইবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরোধীদের ক্ষেত্রে দুদক বেশি সক্রিয় : টিআইবি

সরকার বিরোধীদের ক্ষেত্রে দুদক বেশি সক্রিয় বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার বিরোধী কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সক্রিয় ভূমিকা পালন করে। কিন্তু সরকার পক্ষের কারো বিরুদ্ধে অভিযোগ হলে তারা ততটা সক্রিয় হয় না।

মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে মেঘমালা হলে 'দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ : বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলোআপ গবেষণা' প্রকাশ  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক কাগজে কলমে স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে বলে মনে করি না। সরকার থেকে তাদের ওপর একটি প্রচ্ছন্ন চাপ রয়েছে। আবার দুদকও কোন বিষয়ে হাত দেওয়া যাবে আর কোনটাতে হাত দেওয়া যাবে না তা চিন্তা করে। প্রায় সবক্ষেত্রেই ততাকথিত 'রুই-কাতলা' দুর্নীতিবাজদের ক্ষেত্রে দুদক পদক্ষেপ নিয়েছে তা দেখা যায় না।’


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়