ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এডিস মশা নিয়ন্ত্রণে উৎস নির্মূল গুরুত্বপূর্ণ : খোকন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিস মশা নিয়ন্ত্রণে উৎস নির্মূল গুরুত্বপূর্ণ : খোকন

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন এডিস মশা নিয়ন্ত্রণে উৎস নির্মূল গুরুত্বপূর্ণ।

এজন্য নাগরিকদের সচেতনতা হওয়া এবং নিজ নিজ বসত বাড়ি, আঙিনা ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে কলাবাগান মাঠে এডিস মশার উৎস নির্মূলের লক্ষ্যে ডিএসসিসির সপ্তাহব্যাপী স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে এসব কথা বলেন ।

নাগরিকদের এডিস মশার প্রকোপ থেকে রক্ষাকল্পে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘এর অংশ হিসেবে আজ স্পেশাল এ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হলো।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫, ৬, ১১, ১৭, ৩৭ এবং ৪২ এই ৬টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এ পরিপ্রেক্ষিতে ঘোষিত এলাকাসমূহ ঝুঁকিমুক্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে করপোরেশনের লোকজন প্রতিটি বাড়ি পরিদর্শন করবে। এডিস মশার লার্ভা পাওয়া গেলে তারা তা ধ্বংস করবে এবং অধিবাসীদের লার্ভা ধ্বংস করার কৌশল শিখিয়ে দেবে।

এরপরও কেউ সচেতন না হলে এবং জনস্বাস্থ্যর জন্য ব্যাপক ক্ষতিকর অবস্থা দৃষ্ট হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়