ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর না হওয়ার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর না হওয়ার ইঙ্গিত

ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর না করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ন: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ এর অনুমোদন দেয়ার সময় সকল মন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনায় এ ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

এরপর সাংবাদিকদের সামনে আলোচনার সারবস্তু তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সেখানে সমুদ্র বন্দর থেকে সরে আসব বিষয়টা এরকম না। এখানে আলোচনা হয়েছে যে, সোনাদিয়া সুন্দর জায়গা। এর বৈচিত্র‌্য রক্ষা করা হোক। গভীর সমুদ্রে হবে না কি অগভীর হবে, না পর্যটন হবে। উই উইল ডিসাইড ইন ফিউচার। মূল কথা হলো- সোনাদিয়াকে অক্ষত রাখা হবে।’

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম বলেন, ‘সোনাদিয়া দ্বীপে জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। সেজন্য গভীর সমুদ্রবন্দর করলে সেটি বাধাগ্রস্ত হতে পারে বাস্তুতন্ত্রে, ইকোলজিতে। সেজন্য সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, সমুদ্রবন্দর অন্যত্র করা হবে – এরকম একটা ধারণা প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন।’


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়