ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন জরুরি

সংসদ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন জরুরি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন জরুরি।’

তিনি বলেন, ‘উচ্চ শিক্ষা অর্জন শেষে যুক্তরাজ্য কিংবা অন্য যেকোনো রাষ্ট্র থেকে শিক্ষার্থীরা দেশে ফেরত এসে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। বাংলাদেশ-ইউকে এলামনাই নেটওয়ার্ক (বুকান) এমন একটি প্লাটফর্ম যেখানে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।’

মঙ্গলবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে ‘বাংলাদেশ-ইউকে এলামনাই নেটওয়ার্কিং ইভেন্টস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা বলেন।

আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, ‘এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এমন আয়োজন সকলকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে।’  

ড. শিরীন শারমিন বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল দীর্ঘ সময় শিক্ষা বিস্তারে বাংলাদেশের পাশে রয়েছে, যা প্রশংসনীয়।’

এসময় বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির সুযোগ দিয়ে যুক্তরাজ্যে পাঠানোর অনুরোধ জানান তিনি।  

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেন, বাংলাদেশ অ‌্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স এন্ড ফেলোসের সভাপতি ডক্টর এম রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা।        


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়