ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মোহম্মাদপুর এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ঢাকা উদ্যান হাউজিংয়ের রাস্তার উপর নির্মিত মূল গেট এবং একটি নির্মাণাধীন গেট অপসারণ করা হয়েছে।

তিনটি দোকানের বিদেশি ভাষায় লিখিত সাইনবোর্ডসহ মোট ২০টি সাইনবোর্ড-বিজ্ঞাপন অপসারণ করা হয়েছে। এছাড়া চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ে একটি নির্মাণাধীন গেট অপসারণ করা হয়।

এছাড়া সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিনটি হোল্ডিংয়ের মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন দুটি দোকান মালিকের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়