ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাত ও দিনের তাপমাত্রা বাড়বে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাত ও দিনের তাপমাত্রা বাড়বে

আগামী তিন দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সীতাকুণ্ড ,  রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, সিলেট, রংপুর, তেতুলিয়া, ডিমলা, খুলনা, মোংলা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী , খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে।

এরমধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়