ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনায় আক্রান্ত সিঙ্গাপুরে বাংলাদেশির অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত সিঙ্গাপুরে বাংলাদেশির অবস্থার উন্নতি

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির অবস্থার উন্নতি হয়েছে। এছাড়া একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শুক্রবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ‌্য জানিয়েছেন।

প্রেস বিফিংয়ে তিনি বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে এ পর্যন্ত ৯৬ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ২২ জনের পরিস্থিতি স্থিতিশিল, আশঙ্কাজনক ৮ জনের এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬ জন।

তিনি বলেন, সিঙ্গাপুরে মোট চার জন বাংলাদেশের নাগরিক কোভিড-১৯ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন এবং তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। একজন বাংলাদেশের নাগরিক সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও আমাদেরকে সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।

উল্লেখ‌্য, এখন পর্যন্ত বিশ্বে ৮২২৯৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত। এর মধ্যে চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৬৩০ জন। আক্রান্তদের মধ্যে ২৮০৪ জনের মৃত‌্যু হয়েছে।


ঢাকা/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়