ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জমি নিবন্ধনে অনিয়ম চিহ্নিত করার সুপা‌রিশ

সংসদ ‌প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমি নিবন্ধনে অনিয়ম চিহ্নিত করার সুপা‌রিশ

জমি ক্রয়-বিক্রয়ের সময় নিবন্ধনের ক্ষেত্রে যেসব হয়রানি ও অনিয়ম হয়ে থাকে, সেসব চিহ্নিত করার সুপারিশ করেছে সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উন্নত দেশের মতো আধুনিক ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি চালুর সুপার‌শি করা হয়।

কমিটির আহ্বায়ক মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে বৈঠকটি হয়।

বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং বেগম রুমিন ফারহানা অংশগ্রহণ করেন।

ভূমি রেজিস্ট্রেশন অফিসসমূহে দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে দেশে ভূমি রেজিস্ট্রেশন অফিসসমূহ পরিদর্শন ও প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়