ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোদিকে প্রতিহতের হুমকিতে সরকার বিব্রত নয়: সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদিকে প্রতিহতের হুমকিতে সরকার বিব্রত নয়: সেতুমন্ত্রী

মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে সবার স্বাগত জানানো উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনেকেই মোদির আগমনকে প্রতিহত করার  হুমকি দিয়েছেন। তবে, মোদির আগমন প্রতিহতের হুমকিতে সরকার বিব্রত নয়।’ সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গার ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন  নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে না দেওয়ার হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘যারা এটা করছেন, ঠিক করছেন না। মুজিববর্ষ উপলক্ষে আমাদের সম্মানীত অতিথি হিসেবে মোদিকে সবার স্বাগত জানানো উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। ভারত আমাদের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু ও সর্বাত্মকভাবে সহায়তাকারী দেশ। সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশে আসছেন।’ তিনি  আরও বলেন,  ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পরের দিন ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে  দুই দেশের মধ্যে অমীমাংসিত অনেক বিষয় নিয়ে আলোচনা হবে।’

এর আগে, মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত করতে সোমবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষবর্ধন শ্রিংলা। 


ঢাকা/নঈমুদ্দীন/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়