ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সহকর্মী ‘হত্যার’ বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহকর্মী ‘হত্যার’ বিচারের দাবি

সড়ক দুর্ঘটনায় নিহত ডেসকো কর্মকর্তা মাসুদ কায়সারকে হত‌্যা করা হয়েছে মর্মে দাবি জানিয়েছে তার সহকর্মীরা।

এ ঘটনায় জড়িত শ্যামলী-বিআরটিসি বাস চালকও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মাসুদের ‘ডেসকো’র সহকর্মীবৃন্দ ব্যনারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গত ৩ ফেব্রুয়ারি মতিঝিল শাপলা চত্ত্বরে কলকাতাগামী শ্যামলী-বিআরটিসি বাস মাসুদ কায়সারকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

নিহতের সহকর্মী এএসএ হামিদ বলেন, ‘মাসুদ কায়সারের মৃত্যুর এক মাস অতিবাহিত হলেও এ ঘটনায় কে জড়িত, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। আমাদের দাবি, ঘাতক বাস চালক ও তার সহকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়