ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বই বিক্রেতাদের আর ভ্যাট দিতে হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বই বিক্রেতাদের আর ভ্যাট দিতে হবে না

সব ধরনের বই বিক্রয়ের ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । তবে ভ্যাটের আওতায় থাকছেন বইয়ের যোগানদাতারা।

এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) হাছান মুহাম্মদ তারিক রিকাবদারের সই করা বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। আর এই আদেশ ১২ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে। গত ৩ মার্চ ওই আদেশপত্র ইস্যু করা হয়েছে।

বিশেষ আদেশে বলা হয়েছে, পুস্তক শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক উপকরণ এবং শিক্ষা ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাই মূল্য সংযোজন কর আইন-২০১২ এর প্রথম তফসিলের ৩ অনুচ্ছেদ অনুযায়ী সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা হিসেবে পুস্তককে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যেখানে আরো বলা হয়েছে, ‘পুস্তক ভাষা ও সাহিত্যের গবেষণা এবং স্কুল বিশ্ববিদ্যালয়ের পাঠ্য সহায়িকা হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সকল ধরনের বই বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য অব্যাহতি প্রদান করা হলো।’


ঢাকা/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়