ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নকশা অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ বন্ধের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকশা অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ বন্ধের সুপারিশ

ফাইল ফটো

নকশা অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ বন্ধের সুপারিশ করা হয়েছে একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির অষ্টম বৈঠকে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশের পাশাপাশি ভিজিল্যান্স টিমের কার্যক্রম জোরদারের সুপারিশও করা হয়। 

কমিটির সভাপতি আ. স. ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় সরকামি প্রতিষ্ঠান কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য সমাপ্ত ও চলমান প্রকল্পসমূহ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নক্শা অনুমোদন নীতিমালা/ভিত্তি, অনুমোদনহীন নক্শায় নির্মিত ভবনের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিগত ৫ (পাঁচ) বছরের অডিট রিপোর্ট, ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) সংশোধনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত অনিয়ম সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনিষ্পন্ন অডিট আপত্তিসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পন্ন করা জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে হাই রাইজ বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য কমিটি সুপারিশ করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়, রাজউক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়