ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেছাতে পারে চসিক ও ৫ উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেছাতে পারে চসিক ও ৫ উপ-নির্বাচন

সারা বিশ্বে মহামারী করোনাভাইরাসের জন্য মার্চে অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও ৫ উপ-নির্বাচন পেছাতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের নির্দেশনা পেলে স্থগিত হতে পারে এসব নির্বাচন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন ইসির যেকোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন।

এরমধ্যে নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে ইসি।

আগামী ২১ মার্চ ঢাকা ১০, গাইবান্ধা ৩ ও বাগেরহাট ৪ আসনের উপ নির্বাচন আর ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচন হবার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী চসিক নির্বাচনে ব্যবহার হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন। মক ভোটিং, প্রশিক্ষণ ও ভোটগ্রহণে সেখানে প্রয়োজন হবে ১১ হাজার ৫৭৩টি ইভিএমের। এরই মধ্যে প্রায় ৫ হাজার ইভিএম পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আর ঢাকা-১০ আসনেও ভোট হবে ইভিএমে। সেখানে প্রয়োজন হবে ১ হাজার ৮৪৩টি ইভিএম। আর এ নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী ১৬ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসছে ইসি।

 

ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়