ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রীয় দুর্নীতিগুলোর উৎপত্তি হয় কাগজে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রীয় দুর্নীতিগুলোর উৎপত্তি হয় কাগজে :  পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে দুর্নীতি একটি আলোচিত বিষয়। জনগণ এটা নিয়ে শঙ্কিত। রাষ্ট্রীয় যে দুর্নীতিগুলো হয় এর বড় একটি অংশের উৎপত্তি হয় কাগজে। সেগুলো যদি আমরা ভালো করে পর্যালোচনা করি তাহলে দুর্নীতি দূর করতে পারব। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয়ে অনেক কাগজ আসে। তালিকা আসে। সেগুলো ভালো করে পর্যালোচনা করলে অনেক ফাঁক ফোকর ধরা যাবে। আর ছোট একটা ফাঁক ধরতে পারলে বিশাল একটা দুর্নীতি রুখতে পারব।’

মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদেরকে কাছে আবেদন করছি, আপনারা ধৈর্য ধরে কাজগুলো করুন। চোখ-কান খোলা রেখে কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করুন। কোথায় কোন ফাঁক ফোকর রয়েছে তা বের করনু। আপনার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করুন।’

এম এ মান্নান বলেন, ‘দেশের অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা জানি। অনেক সম্ভাবনাও রয়েছে। অনেক সুযোগ রয়েছে। সব কিছুর মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

আলোচনা সভার আগে পরিকল্পনা মন্ত্রণালয় চত্তরে মন্ত্রনালয়ের কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে র‌্যালি ও গাছের চারা রোপণ করা হয়। পরে কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেন।



ঢাকা/হাসিবুল/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়