ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করোনার উপসর্গ দেখা দিলে সবেতনে পোশাককর্মীদের ছুটি দিন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনার উপসর্গ দেখা দিলে সবেতনে পোশাককর্মীদের ছুটি দিন’

করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সবেতনে পোশাককর্মীদের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৭ মার্চ) মহাখালীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট থাকলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। যতদিন তারা সুস্থ না হবেন ততদিন তাদের সবেতনে ছুটি দিন।’

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘কোনো কারণে পোশাক শ্রমিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হলে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। তাই এরকম উপসর্গ থাকলে তাদের সবেতনে ছুটি দিন। এ পরামর্শ শুধু গার্মেন্টসের জন্যই নয়, অন্যান্য যেসব প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, তাদেরও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টসের বিদেশি বায়াররা না এলেই ভালো। তবে যারা এসেছেন তারা যেন জনসমাগম রয়েছে এমন জায়গায় ভ্রমণ না করেন।’

দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যারা দেশের বাইরে থেকে এসেছে তাদের বাইরে কেউ এখনো করোনাভাইরাসে আক্রন্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়