ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু’

‘খাদ‌্যে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খাদ্যশস‌্য উৎপাদনে দেশ এখন বিশ্বে রোল মডেল। দেশের কোনো মানুষকে আর অনাহারে থাকতে হয় না।’

মঙ্গলবার (১৭ মার্চ) নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস‌্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

খাদ‌্যমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে খাদ্য মজুদের পরিমাণ সর্বোচ্চ। এখন সরকারি গুদামে প্রায় ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। এ সাফল্য ধরে রাখতে নতুন নতুন পরিকল্পনা করছে সরকার।’

এর আগে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী ।

বিকেলে পোরশা উপজেলায় করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেন তিনি। করোনা মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী।


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়