ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রলায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন থেকে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে আমাদের সহযোগিতা করবেন।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিদেশফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিম্মায় বাড়ি পাঠানো হবে বলে জানান তিনি। পাশাপাশি থানা পুলিশসহ স্থানীয় প্রশাসনও এ বিষয়ে তদারকি করবেন।


ঢাকা/নূর/সাওন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়