ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান আল্লামা শফীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান আল্লামা শফীর

ফাইল ফটো

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সতর্কবাণী দিয়েছেন কওমি ঘরানার শীর্ষ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা শাহ আহমদ শফী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানীর বরাত দিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস বর্তমানে মহামারি রূপ নিয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং অনেকে আক্রান্তও হয়েছেন। এই মুহূর্তে ইসলামের নির্দেশনা হলো- যথাসম্ভব সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। আতঙ্কিত হওয়া কাম্য নয়। তাছাড়া মুসলমানরা কখনই বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না।’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, ‘রোগীদের সেবা দিন, এতে আল্লাহ খুশি হবেন। মানুষ আপনাদের সেবায় চিরঋণী হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘রোগীকে সেবা দেওয়া একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব। আপনারা মানুষের মনোবল জাগ্রত করুন, সাহস সঞ্চার করুন এবং সতর্কতার সঙ্গে আক্রান্তদের পাশে দাঁড়ান। সর্বাধিক দায়িত্ব বর্তায় আমার চিকিৎসক ভাইদের ওপর। আপনারাই সেবা ও সাহস দিয়ে জাতিকে সজাগ রাখতে পারেন। সচেতন করতে পারেন।’

হেফাজতের আমির বলেন, ‘আমার বিনীত আবেদন হলো, এই দুর্যোগের মুহূর্তে আপনারা অগ্রণী ভূমিকা রাখুন। মানবসেবায় এগিয়ে আসুন। সরকারি ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ নিন। বিভিন্ন উপায় উদ্ভাবন করুন। মানুষের মধ্যে আশার আলো ছড়িয়ে দিন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন।’


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়