ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সড়কে জীবাণুনাশক স্প্রে করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়কে জীবাণুনাশক স্প্রে করছে ডিএনসিসি

করোনাভাইরাস সংক্রমণরোধে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে জীবাণুনাশক স্প্রে করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২২ মার্চ) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

তিনি বলেন, জীবাণুনাশক স্প্রে করতে পাঁচটি ওয়াটার বাউজার ব্যবহার করা হচ্ছে।  প্রতিটি ওয়াটার বাউজারের ধারণক্ষমতা এক হাজার লিটার।  দিনে ১৬ বার প্রতিটি ওয়াটার বাউজারের সাহায্যে ডিএনসিসির বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হবে।  অর্থ্যাৎ পাঁচটি ওয়াটার বাউজারের সাহায্যে প্রতিদিন মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হচ্ছে।

প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে তরল জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়