ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চীন থেকে পিপিই পাঠাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীন থেকে পিপিই পাঠাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালগুলোর জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন চীনে কর্মরত বাংলাদেশি চিকিৎসক মিসবাউল ফেরদৌস।

বাংলাদেশে সংকটের মুহূর্তে তিনটি সংস্থার সাহায্যে বাংলাদেশে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাঠাচ্ছেন তিনি।

১০০ টি সুরক্ষা স্যুট, ১০০টি চশমা, ৪৫০টি ফেস-শিল্ড, চার হাজার সার্জিক্যাল মাস্ক ও ৬০০ এন-৯৪ (কোরিয়া) মাস্ক বাংলাদেশে পাঠানো হচ্ছে। আগামীকাল রোববার (২৯ মার্চ) এগুলো ঢাকায় পৌঁছাবে।

বেইজিংয়ের ফুওয়াই হাসপাতালে কর্মরত চিকিৎসক মিসবাউল ফেরদৌস এ বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘করোনার চিকিৎসার প্রথম সারির তিনটি সংগঠন ছাড়াও ফুওয়াই হাসপাতালের অধ্যাপক ইয়োংজিয়ান উ , চীনা কার্ডিওলজি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জুনবো জি  ও সহ-সভাপতি অধ্যাপক ইয়ং হু এবং কার্ডিওলজি এশিয়ান সোসাইটির কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় জরুরি মেডিক্যাল সামগ্রীগুলো ঢাকা পাঠানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী শুরুতে বড় বড় হাসপাতাল যেমন-বারডেম, ঢামেক ও বিএসএমএমইউতে এগুলো বিতরণ করা হবে। এছাড়াও ঝুঁকিতে থাকা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও এয়ারপোর্টের কর্মকর্তাদের বিতরণ করা হবে। বাংলাদেশ থেকে একদল তরুণ চিকিৎসক তার সাথে যোগাযোগ করেছেন। ওই চিকিৎসকদের মাধ্যমেই মেডিকেল সরঞ্জামগুলো বিতরণ করা হবে।’

 

ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়