ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিনামূল্যে পিপিই দিবে ‘স্নোটেক্স’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনামূল্যে পিপিই দিবে ‘স্নোটেক্স’

দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’।

করোনাভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরি করতে যাচ্ছে এ গ্রুপ।

এর মধ্যে প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বিজিএমইএ, এমএন্ডএস এবং বুয়েটের সহায়তায় স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হবে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (পিআর) শেখ রাহাত অয়ন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২ এপ্রিলের মধ্যেই আমরা এই ৫০ হাজার পিপিই তৈরি করতে পারব। প্রাথমিকভাবে, আজ (শনিবার) প্রস্তুতকৃত ৫০০ পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হবে। তাদের মতামত পেলে পরবর্তীতে এই  পিপিই'র প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।

এছাড়াও, পিপিই বিক্রয়ের ক্ষেত্রে ‘স্নোটেক্স’ সম্পূর্ণরূপে অলাভজনক হিসাবে কাজ করবে বলে জানান রাহাত অয়ন।

তিনি বলেন, সংকটময় এ মুহূর্তে ‘স্নোটেক্স’ থেকে সরবরাহকৃত পিপিই হবে সম্পূর্ণ গার্মেন্টস ম্যানুফেকচারড। এগুলো শতভাগ পলিস্টার টাফেটার উপরে পিইউ কোটিং এর ফেব্রিক দিয়ে আপাতত জরুরিভাবে প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও পিপিই তৈরিতে কাপড়ের টেস্টিং পেরিমিটার- ৩০ সেকেন্ড ৩ পিএসআই চাপে, সেলায়ের পরে শতভাগ সিমসিলিং টেপ ব্যবহার করা হবে।

প্রস্তুতকৃত এই পিপিই শতভাগ প্রফেশনাল পিপিই না হলেও সংকটময় এই মুহূর্তে জীবন রক্ষার্থে অনেকাংশেই সাহায্য করবে আশা প্রকাশ করেন তিনি।


ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়