RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

'সিনিয়র সিটিজেনদের সঙ্গে এমন আচরণ অমানবিক'

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 'সিনিয়র সিটিজেনদের সঙ্গে এমন আচরণ অমানবিক'

যশোরের মনিরামপুরে সেই ৩ বৃদ্ধের বাড়িতে গিয়ে স্থানীয় প্রশাসনকে দুঃখ প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সরকার।

শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের একথা বলেন।

এসময় তিনি বলেন, সিনিয়র সিটিজেনদের সঙ্গে এমন আচরণ অমানবিক।শুক্রবার (২৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মাস্ক না পরায় তিন প্রবীন নাগরিককে কান ধরিয়েছিলেন সহকারী ভূমি কর্মকর্তা সাইয়েমা হাসান।

এসময় নিজের মোবাইল ফোনে তাদের ছবি ধারণ করেন তিনি। যা  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় সেই এসিল্যান্ডকে প্রত্যাহার করা হয়েছে বলে শনিবার সকালে জনপদ সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, সিনিয়র সিটিজেনদের সঙ্গে এমন আচরণ অমানবিক। তাই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীনদের বাড়িতে যাবেন। তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং খাবার, মাস্কসহ  প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এসিল্যান্ড সায়মা হাসানের তাদের বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

জনপ্রশাসন সচিব বলেন, দেশের সব জেলা প্রশাসক বলছি, এধরনের আচরণ করো সঙ্গে যেন করা না হয়। যারা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

 

ঢাকা/ আসাদ/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়