ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘খেটে খাওয়া মানুষদের সহায়তা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খেটে খাওয়া মানুষদের সহায়তা করতে হবে’

দেশের বর্তমান অবস্থায় সরকারকে এখন সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে সাধারণ মানুষের খাওয়ার বিষয়ে। কারণ না খেয়ে তো মানুষ ঘরে বসে থাকতে পারবে না। তাই খেটে খাওয়া মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)।  সিনিয়র ফেলো ড. নাজনীন আহমেদ এ কথা বলেন।

রোববার (২৮ মার্চ) তিনি এসব কথা বলেন।

এ অর্থনীতিবিদ বলেন, ‘করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে।  দেশের খেটে খাওয়া মানুষদের জন্য কঠিন সময়। তাদের আয়ের উৎস এখন বন্ধ। তাই তাদেরকে আগে খাওয়াতে হবে।’

ড. নাজনীন আহমেদ বলেন, ‘করোনার প্রভাব সব সেক্টরেই পড়েছে। এ জন্য ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ফান্ড তৈরির উদ্যোগ নিতে হবে। কারণ তারা স্বল্প অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন। তাই তাদের ক্ষেত্রে কিছু ফান্ড করে স্বল্পসুদে ঋণ দেওয়া যেতে পারে। সরকার রপ্তানিমুখী শিল্পে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনার যে ঘোষণা দিয়েছেন তা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য রিফাইন্যান্সিং স্কিম করা প্রয়োজন। ’

স্বাস্থ্য সেবা নিয়ে তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের দরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। প্রতিটি হাসপাতালে যথাযথ চিকিৎসা যেন সব রোগী পাই সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা দেখছি শুধু করোনা না, সাধারণ অন্যান্য রোগীর চিকিৎসা এখন হুমকির মুখে। কারণ ডাক্তারদের পর্যাপ্ত পিপিই নেই। চিকিৎসকদের যে প্রটেকশনের উপকরণ সেটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে। ’

করোনা সংকট যদি অল্প দিনের হয় তাহলে মানুষের খাওয়া-দাওয়া আর ক্ষুদ্র উদ্যেক্তাদের জন্য ব্যবস্থা করলে অর্থনৈতিক সঙ্কট কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব। আর যদি বেশি দিন হয় তাহলে সাধারণ মানুষ অন্য চিন্তা করবে। এখন মানুষ শুধু জরুরি জিনিস কিনছে, কিন্তু একটা সময় পর এখন যা কম জরুরি মনে করছি সেটাও কিনবে। আর এ জন্য যাদের এ বিষয়ে কারিগরি দক্ষতা আছে তাদের সঙ্গে ব্যবসায়ীদের একটা সংযোগ স্থাপন করে দিতে হবে। সেই প্রস্তুতি এখনই নিয়ে রাখা প্রয়োজন।

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়