ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানবিক পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবিক পুলিশ

করোনাভাইরাস আতঙ্কে রাজধানীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষরাও। এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন ২ হাজার ৫০০ জন ছিন্নমূল মানুষকে খাবার সরবরাহ করছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রোববার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন ২ হাজার ৫০০ ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ শুরু করেছে পুলিশ। রমনা থানা এলাকায় প্যাকেটজাত খাবার সরবরাহ করা হয়েছে। খিলগাঁও ও রামপুরা এলাকায় ছিন্নমূল শিশুদের মাঝে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। একইভাবে অন্য সব থানা এলাকায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। রাস্তায় ঘুরে ঘুরে কিংবা কমিউনিটি সেন্টার, পুলিশ ফাঁড়িতে ছিন্নমূল লোকদের এসব খাবার দেওয়া হচ্ছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেছেন, ‘মানুষ মানুষের জন্য—এ মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এবং মানবিক দিক বিবেচনা করে এসব খাবার সরবরাহ করা হচ্ছে। রাজধানীতে অনেক ছিন্নমূল মানুষ আছেন। করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় তারা খাবারের সংকটে পড়েছেন।’


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়