ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তিন দিন ধরে ঘরে বসা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিন দিন ধরে ঘরে বসা’

লাইলী বেগম। ছোট্ট শিশু কোলে।  তবে তার চোখে মুখে হতাশা।  জিজ্ঞেস করতেই  বললেন, ‘আমার স্বামী রিকশা চালায়।  কিন্তু গত তিনদিন ধরে সে ঘরে বসা।  কিছু কিনতে পারে না।  অনেকের কাছে দুই হাত বাড়িয়ে সাহায্য চেয়েছি। ’

রোববার (২৯ মার্চ) দুপুরে শাহজাহানপুর রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা হয় হতদরিদ্র এই নারীর সঙ্গে।  এ সময় পাশে থাকা জমসেদ মিয়া বলছিলেন, ‘স্যার আমারে পারলে কিছু দিয়ে যান।  কিছু খাইতে পারছি না।  রিকশা চালাতে পারছি না।’

তবে সরেজমিনে কমলাপুর, শাজাহানপুর, তেজগাঁও, হাতিরঝিল, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেকেই অভাবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।  কেউ প্যাকেটের তৈরি খাবার এনে বিলি করছেন।  কেউ বাড়ি বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করছেন।

এদিকে, অসহায় মানুষের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামের নির্দেশে পুলিশ প্রতিদিন খাবার বিতরণ করছে।

জানা গেছে, এসব মানুষের পাশে রাষ্ট্র থেকে সমাজের অনেকেই দাঁড়ালেও তা চাহিদার তুলনায় অনেক অপ্রতুল।  কোনও কোনও এলাকায় স্থানীয় কাউন্সিলর এলাকাভিত্তিক দুস্থ পরিবারের তালিকা করছেন। অনেক জায়গায় তালিকা ধরে চাল-ডাল দেওয়া হচ্ছে।


মাকসুদ/সাইফ/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়