ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোয়ারেন্টাইন শেষ হলো বিদেশফেরত ৩০ বিচারকের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইন শেষ হলো বিদেশফেরত ৩০ বিচারকের

বিদেশফেরত ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।

সোমবার (৩০ মার্চ) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, ২৯ মার্চ রাতে ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।’

করোনাভাইরাসের সংক্রামণ রোধে গত ১৫ মার্চ থেকে বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচাররক হোম কোয়ারেন্টাইনে ছিলেন।  ওই দিন রাতে তারা দেশে ফিরেছিলেন। অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণে গিয়েছিলেন তারা। তাই মন্ত্রণালয় থেকে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিদেশফেরত যেকোনো ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দিয়েছে সরকার।

 

ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়