ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে অভিযান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে অভিযান

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনিসিসি)।

সোমবার (৩০ মার্চ) ভাটারা থানার নতুন বাজার, খিলবাড়ি টেক, বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সিটি করপোরেশনের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহযোগীতা করে।

অভিযানে সাম্প্রতিক বিদেশ থেকে আসা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মানছেন কি না সে বিষয়ে তদারকির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

হেমায়েত হোসেন বলেন, ‘এটা আমাদের নিয়মিত কার্যক্রম। এই সময়ে আমরা চাই নাগরিকেরা যেন যথাসম্ভব ঘরে থাকেন। এরপরও কিছু মানুষ বের হচ্ছেন। প্রধান সড়ক বা রাজপথ সংলগ্ন জায়গাগুলোতে লোকজন বেশি ঘরে থাকার বিষয়টি মেনে চলছেন। কিন্তু এলাকার একটু ভেতর দিকে গেলে বোঝা যায় যে, অনেকেই ঘরে থাকছেন না। আমরা তাদের বোঝাচ্ছি। সচেতন করার চেষ্টা করছি।’


ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়