ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার চিকিৎসা সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে, পাশাপাশি সারাদেশের দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মিরপুরের ইব্রাহীমপুর, ইব্রাহীমপুর বাজার ও দক্ষিণ কাফরুলে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মধ‌্যে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য-সুরক্ষার সব নিয়মকানুন সঠিকভাবে পালনের বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের সাহায‌্য করতে শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় সাতশ' পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।  যার মধ‌্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যানিটাইজার।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়