ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এমপিরা’

সংসদ প্রতিবদেক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এমপিরা’

করোনায় স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি বলেন,  প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিফ হুইপ বলেন, উন্নত দেশগুলোতে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে- সেক্ষেত্রে দেশগুলো হিমশিম খাচ্ছে এ ভাইরাস মোকাবিলায়।  সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ।  সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনাভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, এরইমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছেন। এক্ষেত্রে, প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।


আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়