ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুস্থদের মধ‌্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ত্রাণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুস্থদের মধ‌্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ত্রাণ

রাজধানীর তেজগাঁও এবং আগারগাঁও বস্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় তেজগাঁও বস্তিতে ৩০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেছে।  প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধাকেজি সয়াবিন তেল, এক কেজি ডাল, একটি সাবান ও একটি মাস্ক দেওয়া হয়।

অন্যদিকে, আগারগাঁও বস্তিতে পৃথকভাবে ২০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসব খাবার ও ত্রাণসামগ্রী বিতরণের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, সমাজসেবা অধিদফতরের ডিজি শেখ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়