ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয় সরণিতে যানজট!(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় সরণিতে যানজট!(ভিডিও)

করোনাভাইরাসের সংক্রামণ রোধে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সবাইকে ঘরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশ মানছেন না অনেকে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে এ এ চিত্র দেখা গেছে।  প্রধান প্রধান সড়কে চলছে প্রাইভেটকার, মোটারসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা।  আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বিজয় সরণিতে দেখা গেল গাড়ির চাপ। অটোরিকশা ও প্রাইভেটকারের কারণে সেখানে সৃষ্টি হয়েছে যানজট।

সিরাজুল ইসলাম নামে এক অটোরিকশা যাত্রী বলেন, ‘আর কত দিন ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকলে তো আর চলবে না।’

ওই অটোরিকশার চালক বলেন, ‘আমরা তো আর চাকরি করি না। যে মাস থেকে বেতন পাব। আর সেই টাকা দিয়ে চলব। পেটের দায়ে রাস্তায় নেমেছি।’

বিজয় সরণিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অন্য দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ি বেশি। তবে কোনো ধরনের গণপরিবহন চলছে না।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তবে এ ছুটি আরো বাড়তে পারে বলে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

 

ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়