ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সবার পিপিইর প্রয়োজন নাই : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবার পিপিইর প্রয়োজন নাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার পিপিইর (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) প্রয়োজন নাই।  শুধু ডাক্তার, নার্স ও যারা রোগীর সেবা করবে তাদের পিপিই প্রয়োজন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে আতঙ্কিত হয়ে যার যা পরার দরকার নাই সেও তা পরছে। এ বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘যাদের শুধু মাস্ক পরলেই চলবে তারা মাস্ক পরবে। যাদের গ্লাভস পরা দরকার তারা তা পড়বে। যারা গাউন পরতে চান তারা তা বানিয়ে নেবেন। সবার সবকিছু পরার দরকার নাই।’

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে অনেক উন্নত দেশেও অনেক মানুষ মারা যাচ্ছে। অনেকে আক্রান্ত হচ্ছে। সব বিবেচনায় আমরা যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। তাই এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের আরো সচেতন থাকা দরকার।’

 

ঢাকা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়