ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাস্তায় রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 রাস্তায় রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে

করোনাভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষায় ৭ম দিনের মতো রাজধানীর বিভিন্নস্থানে জীবাণুনাশক পানি ছিটাচ্ছে ঢাকা মেট্রোপলিটন (পুলিশ)। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে খিলগাঁও ও এর আশপাশে এ কার্যক্রম শুরু হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, তিলপাপাড়া, বাসাবো, গোড়ানসহ আশপাশের প্রধান সড়কে গাড়ি দিয়ে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত ছিটানো হয়। এরপর দুপুরের পর থেকে আবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।
 


পুলিশ জানায়, প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো শুরু হয়েছে। ২৫ মার্চ থকে এলাকাগুলোর প্রধান সড়কে এগুলো ছিটানো হচ্ছে। এরপরই অলিগলিতে করা হবে। যা প্রতিটি থানার ওসির নেতৃত্বে হবে।

তবে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর বেশিরভাগ এলাকা এ কার্যক্রমের আওতায় আসেনি বলে জানা গেছে। তবে কোন কোন এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে বিকেলের পর জীবাণুনাশক ছিটানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছন।

 

ঢাকা/মাকসুদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়