ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আশকোনা ক্যাম্পে কারো করোনার লক্ষণ নেই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আশকোনা ক্যাম্পে কারো করোনার লক্ষণ নেই’

আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে থাকা কারও মধ্যে এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ক্যাম্প প্রধান মেজর মো. মোস্তফা কামাল।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সংবাদ বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

মেজর মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা গত ১৯ মার্চ এই ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করেছি। এখানে হজের লোকজন আসেন। বাকী সময়টা এমনিতেই পড়ে থাকে। এজন্য একটু অপরিষ্কার থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন থেকে ক্যাম্পের ভার গ্রহণ করেছি, চেষ্টা করেছি পুরো হজ ক্যাম্পকে একটা বাসস্থান করে গড়ে তোলার, যেভাবে কোয়ারেনটাইন গড়ে তোলা দরকার।’

তিনি বলেন, এখানে ৩০০ জনের ধারণক্ষমতার ১৪টি রুম রয়েছে। বর্তমানে কোয়ারেনটাইনের জন্য উপস্থিত রয়েছেন ৩১ জন প্রবাসী। তাদের মধ্য থেকে সুইডেন থেকে আসা ৩ জনের আজ দুপুরে কোয়ারেনটাইন সময় শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সনদ দিয়ে ছেড়ে দেওয়া হবে।’

মোস্তফা কামাল বলেন, ‘এখানে প্রতিটি রুমে ২টি টেলিভিশন দেওয়া হচ্ছে। প্রতি তলায় রাউটার দিয়ে হাইস্পিড ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। চিত্ত-বিনোদনের জন্য রুমগুলোতে একটি করে ক্যারাম বোর্ড দেওয়া হয়েছে। তিন বেলা খাবার, দুই বেলা স্ন্যাকস। চা-কফিসহ অন্য সবকিছুই দেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে কোয়ারেনটাইনে থাকা প্রত্যেককে চিকিৎসকরা চেকআপ করেন। তাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।’

 

ঢাকা/সাওন/মামুন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়