ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোয়ারেন্টাইন শেষ করা বিদেশফেরতদের হয়রানি না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইন শেষ করা বিদেশফেরতদের হয়রানি না করার আহ্বান

বিদেশফেরত যেসব বাংলাদেশি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন তাদেরকে হয়রানি না করে সমাজের সবার সঙ্গে মেশার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর’র নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ব্রিফিংয়ে তিনি জানান, আমরা জানতে পেরেছি বিভিন্ন এলাকায় বিদেশফেরত যারা ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছেন তাদের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ করা হচ্ছে। আমরা বলতে চাই, ১৪ দিন কোয়ারেন্টাইন করার পর যদি কেউ সুস্থ থাকে তাহলে তার মধ্যে করোনাভাইরাসের ঝুঁকি থাকে না। তাই তাদের স্বাভাবিক জীবনে থাকার সুযোগ দিন। স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিন।

করোনাভাইরাসের ঝুঁকি চিন্তা করে যেসব চিকিৎসক প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন তাদের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে রোগী দেখার আহ্বানও জানান তিনি।

হাবিবুর রহমান জানান, প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় আমাদের চাপ বেড়ে যাচ্ছে। তাই চিকিৎসকদের কাছে অনুরোধ, আপনারা পিপিই ব্যবহার করে রোগী দেখুন।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়