ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিঙ্গাপুরে আটকে পড়াদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে আটকে পড়াদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

করোনাভাইরাস পরিস্থিতিতে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বেশকিছু বাংলাদেশি বর্তমানে সিঙ্গাপুরে আটকা পড়েছেন।  তাদের সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের প্লেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় কিছু বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন বা দেশে পৌঁছাতে পারছেন না বলে হাইকমিশন অবগত হয়েছে।  বাংলাদেশ সরকারের বিবেচনার্থে আটকে পড়া/দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের সংখ্যা জানা প্রয়োজন।

‘আগ্রহী নাগরিকদের বর্তমান ঠিকানা, স্থানীয়  টেলিফোন নম্বর ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য উল্লেখ করে হাইকমিশনের ই-মেইলে ([email protected]) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।’


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়