ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী দিচ্ছে ইম্পাওয়ার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী দিচ্ছে ইম্পাওয়ার ফাউন্ডেশন

নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন  'ইম্পাওয়ার ফাউন্ডেশন'।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কাওরান বাজার থেকে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু হয়। এছাড়া রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করেছে এই সেচ্ছাসেবী সংগঠন।

ইম্পাওয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাজু বলেন , আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারের লকডাউনের ঘোষণা বাস্তবায়ন করতে মিরপুরের বিহারি ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কাজ শুরু করা হয়েছে। এতে বিহারিদের সংগঠন ইউএসপিওয়াইআরএম সহযোগিতা করছে। অনেকেই ব্যক্তিগতভাবেও সহযোগিতা করছেন।
এ পর্যন্ত ২৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক রুদ্র মিজান, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সদস্য মো. ইমরান খান, শরিফ সাব্বির, মো. আরিফ প্রমুখ।



ঢাকা/সাওন/মামুন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়