ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না : স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণরোধে সরকার জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানালেও সড়ক, চায়ের দোকান ও বাজারে অনেকে ঘুরাঘুরি করছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এসব কাজ করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।

বুধবার(১ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে জাহেদ মালিক এ কথা বলেন। 

মন্ত্রী বলেন,  প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হলেও অনেকে মানছেন না। সারা দেশে অনেকেই রাস্তায় বের হচ্ছেন, বাজারে ঘুরাঘুরি করছেন ও চায়ের স্টলে আড্ডা মারছেন। বিশেষ করে ঢাকা থেকে যারা গ্রামে গেছেন তারাই ঘুরাঘুরি বেশি করছেন। আপনার ঘুরাঘুরি করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান বলেন, আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এমনকি প্রধানমন্ত্রীও অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন। এটা ছিল প্রাথমিক স্তর। কিন্তু অনেকে মানছেন না। এখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো তারা যেন কঠোর হন।

 

ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়