ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদিতে তিনমাস বাড়বে ইকামার মেয়াদ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিতে তিনমাস বাড়বে ইকামার মেয়াদ

সৌদি আরবে অবস্থানরত শ্রমচুক্তির অধীনে প্রবাসীদের ইকামাসহ অন্যান্য বিষয়ে সমস্যা সমাধানের আশ্বাস ও পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবে যাদের ইকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুনের মধ্যে শেষ হবে, তাদের ইকামা কোনো ফি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে আরো তিনমাস বাড়বে।

এ সেবার জন্য কারো যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই বলেও এতে জানানো হয়েছে।

তবে আমেল মানজিলি ও সায়েক খাস ভিসার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া ২৫ থেকে ২০  মার্চের মধ্যে কারো এক্সিট-রি এন্ট্রি ভিসা (ছুটি থাকলে) থাকার পর কেউ যদি এ সময়ে ছুটিতে যেতে না পারে তাহলে তার ছুটি ও তিন মাসের জন্য অটোমেটিক অনলাইনে কার্যকর হয়ে যাবে। অর্থাৎ আরও তিন মাসের এক্সিট-রি এন্ট্রি ভিসা পাবে কোনো ফি ছাড়াই। এক্ষেত্রেও যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

 

ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়