ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারণে-অকারণে রাস্তায় মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারণে-অকারণে রাস্তায় মানুষ

ছবি : শাহীন ভুঁইয়া

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সরকার নিরুৎসাহিত করার পর প্রথম কয়েকদিন এ নির্দেশ মানা হলেও বুধবার সকালে যেন সবকিছুতে ছেদ পড়ে। রাজপথে দেখা মেলে অসংখ্য ব্যক্তিগত গাড়ি, ছিল পাঠাও-উবার বাইকও।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর গুলিস্তান মোড়, বনানী, ফার্মগেট, কারওয়ান বাজার, গাবতলী, সায়েদাবাদ, পুরান ঢাকাসহ বিভিন্নস্থানে কোথাও গণপরিবহন নেই। তবে আছে ব্যক্তিগত গাড়ি আর উবার-পাঠাওয়ের বাইক। প্রায় প্রতিটি মোড়েই ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অবশ্য খেটে খাওয়া মানুষরা বলছেন, প্রাণের ঝুঁকির মধ্যেও শুধু পেটের তাগিদেই রাস্তায় বের হতে বাধ্য হচ্ছেন তারা।

গুলিস্তানে এক ব্যক্তিকে প্রশ্ন করা মাত্র মুচকি হেসে বলছিলেন, ‘জরুরি কাজে বের হয়েছি। ঘরে ফেরার দ্রুত তাড়াও আছে।’

তবে তিনি নাম জিজ্ঞাসা করা মাত্র দ্রুত স্থান ত্যাগ করেন।

সায়েদাবাদে সোহেল রানা বলছিলেন, ‘অনেকদিন হলো ঘরে আছি। ভাল লাগে না। এ কারণে একটু বের হলাম।’

তাদের মতো অনেকেই কাজ থাকলেও অতিরিক্ত সময় বাইরে আছেন। আবার অনেকেই জরুরি প্রয়েজনে ঘর থেকে বের হন।

কাইকরাইলের দায়িত্বে থাকা পুলিশের এক এসআই রাইজিংবিডিকে বলছিলেন, ‘আমরা যতটুকু পারছি মানুষকে রাস্তায় বের না হতে নিবৃত্ত করছি। তারপরও তারা শুনছেন না।’

বুধবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (ডিসি) মিডিয়া মাসুদুর রহমার রাইজিংবিডিকে বলেন, ‘জনগণ যেন ঘরে থাকে, সেজন্য পুলিশের পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইকিং করা থেকে সব ধরনের জনসচেনতামূলক কাজ করে যাচ্ছি। জনগণকে বুঝিয়ে ঘরে রাখার ছাড়া আমাদের কাছে কোন উপায় নেই। চেষ্টা করছি ঘরে রাখার জন্য।’


ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়