ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হেলিকপ্টার-প্রশিক্ষণ উড়োজাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেলিকপ্টার-প্রশিক্ষণ উড়োজাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা

আগামী ৭ এপ্রিল পর্যন্ত যাত্রী বহনকারী হেলিকপ্টার ও ফ্লাইট একাডেমিগুলোর প্রশিক্ষণ উড়োজাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (০১ এপ্রিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সারাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের আগাম সতর্কতা হিসেবে আগের প্রজ্ঞাপনটি বাতিল করে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সবধরনের হেলিকপ্টারে যাত্রী বহন, জেনারেল এভিয়েশন এয়ার অপারেটরসের প্রশিক্ষণ উড়োজাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

তবে পাইলট, ক্রুদের সেফটি নিশ্চিত করে করপোরেট উদ্দেশে ও চিকিৎসাসেবার কাজে এগুলো চলাচল করতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

 

ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়