ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢামেক হাসপাতালের আইসলোশনে দুই জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেক হাসপাতালের আইসলোশনে দুই জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসোলেশনে থাকা দুজন রোগী মারা গেছেন।

মঙ্গলবার একজন সকালে এবং আরেকজন রাতে মারা যান। তাদের লাশ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

বুধবার বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে ওই দুজন হাসপাতলে আসেন। পরে তাদের উপসর্গ থাকায় আইসলোশন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এর পরই তাদের রোগ নির্ণয়ের জন্য আইইডিসিআরকে খবর দেওয়া হয়। কিন্তু তারা আসার আগে ওই দুইজন মারা যান।

আমাদের ঢামেক প্রতিনিধি জানান, হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এসে দুজন ভর্তি হন মঙ্গলবার সকালে। তাদের একজনের বয়স ৬৫, আরেকজনের বয়স ৩২। তবে তারা করোনা রোগে মারা গেছে কি না, তা বুধবার রাত পর্যন্ত নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।


ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়