ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব উপজেলা থেকে কমপক্ষে ২টি নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব উপজেলা থেকে কমপক্ষে ২টি নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাসের পরীক্ষা আরো বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা নিয়ে ১ হাজার পরীক্ষার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাসে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. হাবিবুর রহমান বলেন, ‘ঢাকার প্রতিষ্ঠানগুলোর বাইরে আরো ৪টি প্রতিষ্ঠানে এখন করোনার পরীক্ষা হচ্ছে। এটি আরো বাড়ানো হচ্ছে।’

করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ৭৮ জন আইসোলেশনে আছেন। ’

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়