ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মসজিদে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মসজিদে বিশেষ দোয়া

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে রাজধানীর রায়েরবাগ, শনিরআখড়া, সাইনবোর্ড, মাতুয়াইলের প্রায় সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের খুতবায় করোনাভাইরাস থেকে বাঁচতে কোরআন ও হাদিসের আলোকে মুসল্লিদের অবহিত করা হয়। এছাড়া করোনভাইরাস নিয়ে সচেতনতামূলক আলোচনা শেষে বিশেষ মোনাজাত হয়।

রায়েরবাগ মুজাহিদ নগর আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।  পবিত্র জুমার দিনে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছি।  সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, খুতবায় সরকারের দিক-নির্দেশনা পালনের আহ্বান জানানো হয়।  করোনা থেকে মুক্তি পেতে সবার  উচিত আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা।  করোনা থেকে একমাত্র  আল্লাহ মুক্তি দিতে পারেন।  আল্লাহ ছাড়া আর কোন উপায় নাই।

নামাজ শেষে মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করা হয়।  পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।

এদিকে করোনা থেকে মুক্তি পেতে এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় থেকে মাইকিং করা হয়। মাইকিংয়ে জুমার নামাজের জন্য অসুস্থদের মসজিদে না আসার পরামর্শ দেওয়া হয়।


ঢাকা/আসাদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়