ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢামেকে আজ করোনা পরীক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে আজ করোনা পরীক্ষা হয়নি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ল্যাবরটরিতে আজ শুক্রবার কোন পরীক্ষা হয়নি।

শুক্রবার রাতে ঢামেক সূত্র জানায়, সারাদিনে করোনা উপসর্গের কোনো রোগী না থাকায় পরীক্ষা হয়নি।

মূলত, ঢামেক হাসপাতালে ভর্তি রোগী ও আউটডোরে আসা রোগীদের মধ্যে যাদের করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে, শুধু তাদের বিনামূল্যে পরীক্ষা করার কথা বলেছিল কর্তৃপক্ষ।

সূত্র জানায়, শুক্রবার আউটডোরে রোগী কম ছিল। ভর্তি রোগীদের মধ্যে করোনা উপসর্গের কোনো রোগী ছিল না। তবে শনিবার থেকে নিয়মিত কার্যক্রম চলবে।

তবে আরেকটি সূত্র জানায়, ছুটির দিন থাকায় ল্যাব টেকনোজিস্ট না আসার কারণে পরীক্ষা হয়নি।


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়