ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাবলিগের ৩২১ বিদেশিকে রাখা হলো দুই মসজিদে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবলিগের ৩২১ বিদেশিকে রাখা হলো দুই মসজিদে

ফাইল ফটো

তাবলিগ জামাতের প্রচারে আসা তাবলিগের ৩২১ বিদেশিকে রাজধানীর দুই মসজিদে রাখা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘তারা যেন মসজিদ থেকে বাইরে বের হতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাইজিংবিডিকে ওসি এই তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘বিমানের ফ্লাইট না থাকার কারণে তারা তাবলিগ জামাতে এসে আটকা পড়েছেন। ৩২১ জনের মধ্যে মাওলানা জুবায়েরের আনুসারী ১৩০ জনকে যাত্রবাড়ীর ফলপট্টি মদিনা মসজিদে রাখা হয়েছে। বাকি ১৯১ জনকে রাখা হয়েছে কাকরাইল মসজিদে। তবে, তাদের কেউ করোনায় আক্রান্ত কি না, শুক্রবার পর্যন্ত জানা যায়নি।’

বিদেশিদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন জানিয়ে ওসি বলেন, ‘তারা অনেকদিন হলো এদেশে তাবলিগ জামাতে দাওয়াতে আসেন। কিন্তু এরই মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার সবকিছুই বন্ধ করে দেয়।’ সব ধরনের ফ্লাইট বন্ধ থাকায় তারা আর নিজ-নিজ দেশে ফিরে যেতে পারেননি বলেও উল্লেখ করেন ওসি। 


ঢাকা/মাকসুদ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়