ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রাণ বিতরণে সেনাবাহনীকে দায়িত্ব দেওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রাণ বিতরণে সেনাবাহনীকে দায়িত্ব দেওয়ার আহ্বান

ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ‘সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। কেবল দলীয় কর্মীদেরকেই ত্রাণ দেওয়া হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হচ্ছে। ত্রাণ বিতরণে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। অসহায় মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে।’

করোনা আক্রান্ত মানুষদের যথাযথ সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনা আক্রান্ত মানুষ যথাযথ সেবা পাচ্ছে না। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।’

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়