ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা: চীনকে সংহতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: চীনকে সংহতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের জন্য জাতীয় শোক পালন করছে চীন সরকার।  এ বিষয়ে সংহতি জানিয়ে চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে লেখা চিঠিতে কোভিড-১৯ এ আক্রান্তদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি জানান ড. মোমেন।

চিঠিতে তিনি বলেন, ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নিহতদের জন্য চীন সরকার যে জাতীয় শোক পালন করতে চলেছে, সেটা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।

তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে রয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই চীনে অবস্থানরত বাংলাদেশিদের। দেশটির সরকার খুব ভালোভাবে দেখভাল করছে তাদের।

চিঠিতে মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ কামনা এবং একই সঙ্গে চীনের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

 

হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়